সাজা ঘোষণা আগেই, শৌচালয় থেকে পালালো আসামি !

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদাঃ   সাজা ঘোষণা হওয়ার আগেই শৌচালয় যাওয়ার নাম করে জানালা টপকে পালালো এক বাংলাদেশি আসামি। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা জেলা আদালত চত্বরে। জানা যায়, একটি ডাকাতির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল ওই বাংলাদেশিকে‌। নাম এমডি তারিক শেখ। বেশ কয়েকটি ধারাই মামলা রুজু করা হয়েছিল। বৃহস্পতিবার ওই আসামির সাজা ঘোষণা ছিল। কিন্তু তার আগেই শৌচালয়ের নাম করে জানালা ভেঙে আদালত চত্বর থেকে পালিয়ে যায় ওই আসামি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এদিকে কোট চত্বর থেকে আসামী পালানোর খোঁজ শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

আরও পড়ুন -  Actress Mimi Chakraborty: হিন্দি সিনেমার জগতে পা রাখলেন, সংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী