টুঙ্কা সাহা, আসানসোলঃ আসানসোল পৌরনিগম নির্বাচনী প্রচার,৫৩ নাম্বর ওয়ার্ডে তৃণমূল পদ প্রার্থী আইনজীবি তপন ব্যানার্জি।
এদিন প্রচার করেন নিজের ওয়ার্ডে। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন।
বেশ কিছু এলাকায় এদিন নির্বাচনী প্রচার করেন। ৫৩ নাম্বার ওর্য়াড হিন্দুস্থান পার্ক এলাকায় প্রচার করেন প্রার্থী। সরকারি নির্দেশিকা মেনে প্রচারে প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ধারা কে হাতিয়ার বানিয়ে জনতার দরবারে প্রার্থী।
আরও পড়ুন - ‘Saki Saki’, এই সুন্দরী একটি রকিং ব্ল্যাক স্যুটে স্পটলাইট চুরি করে নিলেন, নেটদর্শকরা পাগল