আসানসোল পৌরনিগম নির্বাচনী প্রচারে, তৃণমূল পদ প্রার্থী আইনজীবি তপন ব্যানার্জি

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   আসানসোল পৌরনিগম নির্বাচনী প্রচার,৫৩ নাম্বর ওয়ার্ডে তৃণমূল পদ প্রার্থী আইনজীবি তপন ব্যানার্জি।

এদিন প্রচার করেন নিজের ওয়ার্ডে। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন।

আরও পড়ুন -  Rice Starch: ভাতের মাড় ত্বকে ব্রণের সমস্যা দূর করবে

বেশ কিছু এলাকায় এদিন নির্বাচনী প্রচার করেন। ৫৩ নাম্বার ওর্য়াড হিন্দুস্থান পার্ক এলাকায় প্রচার করেন প্রার্থী। সরকারি নির্দেশিকা মেনে প্রচারে প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ধারা কে হাতিয়ার বানিয়ে জনতার দরবারে প্রার্থী।

আরও পড়ুন -  15 Katha Land: ১৫ কাঠা জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষ, আহত ৩