অবামেয়াং করোনায় আক্রান্ত

Published By: Khabar India Online | Published On:

করোনা ফুটবলেও হানা দিয়েছে। বিগত কয়েকদিনে অনেক ফুলবল তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। এবার আফ্রিকান নেশন্স কাপের প্রথম ম্যাচের আগে গ্যাবন দলে করোনা হানা দিয়েছে। দলের তারকা খেলোয়াড় পিয়েরে-এমেরিক অবামেয়াংসহ আরওে এক খেলোয়াড় মারিও লেমিনা ও সহকারী কোচ ইয়লা আনিসেট করোনা পজিটিভ হয়েছেন বলে জাতীয় দলের কোচ প্যাট্রিস নেভেউ নিশ্চিত করেছেন।

আরও পড়ুন -  দীর্ঘ 10 বছর পর আবারও ছোট আঙারিয়া গ্রামের ঘটনার পুনরাবৃত্তি বীরভূম রামপুরহাটে, তোলপাড় রাজ্য-রাজনীতি

নেভেউ আরও জানিয়েছেন, করোনা আক্রান্তদের পিসিআর পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে এবং তারা হোটেলে আইসোলেশনে আছেন।

অভিজ্ঞ স্ট্রাইকার অবামেয়াংকে গত মাসে আর্সেনালের অধিনায়কের পদ থেকে সড়িয়ে দেয়া হয়। অবামেয়াং করোনায় আক্রান্ত হওয়ার কারনে আগামী ১০ জানুয়ারি কমরোসের বিপক্ষে আফ্রিকান নেশন্স কাপের গ্রুপ-সি-এর প্রথম ম্যাচে খেলতে পারবেন না।

আরও পড়ুন -  Srabanti Chatterjee: ১৬ বছর বয়স মনে হচ্ছে, ফিনফিনে নাইটিতে শ্রাবন্তী, ভিডিও ভাইরাল

ক্যামেরুনে অনুষ্ঠিত এবারের আফ্রিকান নেশন্স কাপে গ্রুপ পর্বে গ্যাবনের প্রতিপক্ষ অন্য দলগুলো হলো ঘানা ও মরক্কো।

নেশন্স কাপকে সামনে রেখে গত রবিবার দুবাইয়ে বুরকিনা ফাসোর বিপক্ষে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে গ্যাবন ৩-০ গোলে পরাজিত হয়েছে।

আরও পড়ুন -  Lockdown: আবার লকডাউন চীনের আনহুই প্রদেশে