Campaign: বিজেপি প্রার্থী কাকলি ঘোষ, বাড়ি বাড়ি প্রচারে

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   বাড়ি বাড়ি প্রচারে 85 নাম্বার ওর্য়াড বিজেপি প্রার্থী কাকলি ঘোষ। আসানসোল পৌরসভা নির্বাচন ঘিরে প্রচার তুঙ্গে সকল রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার করতে দেখা যাচ্ছে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি, কোভিড বিধি মেনে প্রার্থীরা প্রচার করছেন। অন্যদিকে আবার প্রার্থীরা কোভিড বিধি মান্যতা দিচ্ছে না, কোভিড কে বুড়ো আংগুল দেখিয়ে ভিড় করে মাক্স ছাড়া প্রচার করছেন। আসানসোল পৌর নিগম নির্বাচনে 85 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কাকুলি ঘোষ সকাল থেকে বাড়িতে গিয়ে নিজের প্রচার সারেন মহিশীলা 3 নাম্বার কলোনি এলাকায়। জয়ের ব্যাপারে কাকলি ঘোষ জানান, 100% জিতে আসবে এই ওর্য়াড থেকে। সাধারণ মানুষের সঙ্গে থেকে কাজ করবো এই এলাকায়। পানিও জল এবং নিকাশি ব্যবস্থা বেহাল দশা তাই জিতে আসলে সর্বপ্রথম এই কাজটি হবে আমার।

আরও পড়ুন -  29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব