Dadabhai Club: দাদাভাই ক্লাবের মাথায় আরো চারটি পালক যুক্ত হলো

Published By: Khabar India Online | Published On:

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ   জলপাইগুড়ি দাদাভাই ক্লাবের মাথায় আরো চারটি পালক যুক্ত হলো। দাদাভাই ক্লাবের দীর্ঘদিন থেকেই তাইকোন্ডো প্রশিক্ষণ শিবির হয়ে আসছে এখানে। এখানকার ছাত্র-ছাত্রীরা জেলা তথা রাজ্য এবং জাতীয় স্তরে বিভিন্ন সুনাম অর্জন করে।

আরও পড়ুন -  Team India: এবার কি টি-২০ বিশ্বকাপে দলের নেতৃত্ব দেবেন পান্ডিয়া? বড় খবর প্রকাশ্যে এলো

এবার তাদের নতুন পালক যোগ হলো। দিল্লিতে অনুষ্ঠিত হওয়া ন্যাশনাল হাফকিডো প্রতিযোগিতায় জলপাইগুড়ির দাদাভাই ক্লাবের পক্ষ থেকে চার জন খেলোয়াড় এতে অংশগ্রহণ করে। তাদের মধ্যে দুজন গোল্ড এবং দুজন সিলভার মেডেল হিসেবে বিজেতা হন। স্বাভাবিকভাবেই খুশি খেলোয়াড় থেকে শুরু করে প্রশিক্ষক পাপ্পু গুহ রায় ও অভিভাবকরা।

আরও পড়ুন -  প্রধানমন্ত্রী ১৫ ই ডিসেম্বর কচ্ছ সফর করবেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন