KIFF: বাতিল চলচ্চিত্র উৎসব, করোনায় আক্রান্ত আয়োজক কমিটির একাধিক সদস্যরা

Published By: Khabar India Online | Published On:

করোনা আবহে কলকাতার চলচ্চিত্র উৎসব আয়োজক কমিটির একাধিক সদস্যরা ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। যার জেরে বাতিল হল কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আয়োজক কমিটির চেয়ারপার্সন রাজ চক্রবর্তীর পর এবার কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়ও আক্রান্ত হয়েছেন করোনায়। আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতেই স্থগিত করা হল চলচ্চিত্র উৎসব।

ঠিক হয়েছিল, করোনা আবহের কথা মাথায় রেখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বদলে নবান্ন থেকেই ভার্চুয়ালি চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিশির মঞ্চে সাংবাদিক বৈঠকে তেমন কথাই ঘোষণা করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল ঘোষ। এদিন ঐ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরে অন্যতম সদস্য শান্তনু বসু। এছাড়াও উপস্থিত ছিলেন প্রচার কমিটির পক্ষ থেকে অনন্যা চট্টোপাধ্যায়, নন্দনের পক্ষ থেকে মিত্র চট্টোপাধ্যায়, পরিচালন কমিটির তরফ থেকে নৈরাঞ্জন চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, অরিন্দম শীলের মত একাধিক ব্যক্তিত্বরা।
তবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক কমিটির একাধিক সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় মুখ্যমন্ত্রীর সম্মতিতেই আপাতত বাতিল করা হল চলচ্চিত্র উৎসব। পরিস্থিতি একটু ঠিক হলে আবারও আয়োজিত হতে পারে ২৭’তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

আরও পড়ুন -  Mamata Banerjee on 6th Pay Commission: সরকারি কর্মীদের নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, মহার্ঘ ভাতা আন্দোলনের মাঝেই

এই খবরে পরিচালক অতনু ঘোষ কিছুটা দুঃখিত হলেও স্বাগত জানিয়েছেন চলচ্চিত্র উৎসব বাতিলের সিদ্ধান্তকে। তার কথায়, পুরনো সময়সূচি অনুযায়ী ডিসেম্বরে চলচ্চিত্র উৎসব আয়োজিত হলে এমন ঘটনা ঘটত না।

আরও পড়ুন -  Horoscope: আজ ৩১শে আগস্ট, রাশিফল পড়ুন

প্রতিদিন বঙ্গে করোনা সংক্রমের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে হু হু করে। চিকিৎসকদের মত অনুযায়ী, খুব শীঘ্রই বঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা দৈনিক ১০ হাজারের গণ্ডি ছোঁবে।