Election Campaign: স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনী প্রচার শুরু করলেন শ্রাবণী দত্ত

Published By: Khabar India Online | Published On:

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ   নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন শিলিগুড়ি টপ 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রাবণী দত্ত। আগামী 22 শে জানুয়ারি শিলিগুড়িতে পৌরসভা নির্বাচন সব দলের প্রার্থীরা নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন। ভোটের দামামা বেজে গিয়েছে শিলিগুড়িতে। 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ সমস্ত রাজনৈতিক দলগুলি।

আরও পড়ুন -  পুলিশের সাহস ও ক্ষমতা থাকলে তাকে গ্রেপ্তার করে দেখানঃ দিলীপ ঘোষ

করণা সংক্রমণ আবার বৃদ্ধি পেয়েছে । সেই কারণে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে।

শিলিগুড়ি 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রাবণী দত্ত জানিয়েছেন বর্তমান পরিস্থিতি ভালো না। তাই নির্বাচনী প্রচার করার সময় নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মানতে হবে। তিনি আরো জানিয়েছেন নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনী প্রচার করছেন তিনি।

আরও পড়ুন -  দেশের সৈনিকদের অভিবাদন জানাতে এই দীপাবলিতে তাঁদের জন্য একটি প্রদীপ জ্বালাতে প্রধানমন্ত্রীর আহ্বান