সজল দাশগুপ্ত, ময়নাগুড়ি, ৩ জানুয়ারিঃ দিন দিন রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ফলে রাজ্যে আংশিক লকডাউন ঘোষণা হয়েছে। সেই আংশিক লকডাউনের কারণে বন্ধ করে দেওয়া হলো ময়নাগুড়ির সবলা মেলা। রবিবার এই কথাই স্পষ্ট জানালো ময়নাগুড়ি ব্লক প্রশাসন। উল্লেখ্য, সোমবার থেকে ময়নাগুড়ির নন্দন কাননে শুরু হওয়ার কথা সবলা মেলা। মেলা হওয়ার কথা ৯ জানুয়ারি পর্যন্ত। কিন্তূ রাজ্যের নির্দেশে আংশিক লকডাউনের জন্য স্থগিত করা হলো সবলা মেলা। ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া বলেন, ” করোনার উদ্বেগের জন্য রাজ্যের নির্দেশে আংশিক লকডাউন ঘোষণা হয়েছে। সেই কারণেই ময়নাগুড়ির সবলা মেলা স্থগিত করা হলো ব্লক প্রশাসনের পক্ষ থেকে।” রাজ্যের স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী বলেন, ” যে ভাবে করোনা বৃদ্ধি পাচ্ছে তাতে করে আমাদের সচেতন হওয়াটা প্রয়োজন। রাজ্যের নির্দেশ জারি হওয়ার পর থেকেই আমাদের সরকারি যে সমস্ত অনুষ্ঠান নেওয়া হয়েছিল তা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।”