সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ জলপাইগুড়ির ফণীন্দ্রদেব বিদ্যালয়ে ক্যাম্প করে শুরু হল কম বয়সীদের ভ্যাকসিন দেওয়ার কাজ। সোমবার ২০০ জন পড়ুয়াকে ভ্যাকসিন দেওয়ার মধ্য দিয়ে এই ক্যাম্প শুরু করা হয়।
সোমবার থেকে সারা দেশ জুড়েই শুরু হয়েছে ১৫-১৮ বছর বয়সীদের ভ্যাকসিন প্রকল্প। ভ্যাকসিন প্রকৃয়া শুরুর আগে ছাত্রদের সুরক্ষার স্বার্থে গোটা স্কুল চত্বরকে স্যানিটাইজড করা হয়। এদিন ভ্যাকসিন ক্যাম্পের সূচনা করেন জলপাইগুড়ির সদর মহকুমা শাসক সুদীপ পাল। প্রথম করোনা ভ্যাকসিন নেওয়ার সুযোগ পেয়ে খুশি প্রকাশ করে ফণীন্দ্রদেব বিদ্যালয়ের ছাত্ররা। ভ্যাকসিন দেওয়ার আগে প্রত্যেক ছাত্রের নাম রেজিস্ট্রেশন করা হয়। আগামীদিনে একইভাবে অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীদেরও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এদিন এই ভ্যাকসিন ক্যাম্পে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি।