Samantha: আইটেম গান দিয়েই বিশ্বরেকর্ড, সামান্থার

Published By: Khabar India Online | Published On:

দক্ষিণের তারকা অভিনেত্রী সামান্থা রুথপ্রভু ক্যারিয়ারে দুর্দান্ত সময়। ৩৪ বছর বয়সী এই তারকা একের পর এক কাজ দিয়ে বাজিমাত করছেন। সিনেমা, ওয়েব কনটেন্টের পাশাপাশি এবার আইটেম গার্ল হয়েও মাতিয়েছেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের সিনেমা ‘পুষ্পা’। এই ছবিতে ‘ও আন্তাভা’ শিরোনামের আইটেম গানে কোমর দুলিয়েছেন সামান্থা। গত ১৮ ডিসেম্বর ইউটিউবে প্রকাশ পেয়েছে গানটি।

আরও পড়ুন -  কর্পোরেট বিষয়ক মন্ত্রক, বিনিয়োগের আগে নিধি কোম্পানীগুলির বিষয়ে তথ্য যাচাইয়ের পরামর্শ দিয়েছে

দুনিয়াজুড়ে এটি ঝড় তুলেছে প্রকাশের পর থেকেই। ফলে সামান্থা অভিনীত আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার ওপর ঠাঁই করে নিয়েছে! বিস্ময় করা তথ্যই বটে।

আরও পড়ুন -  ' সুখী দাম্পত্যের ' জন্য পাঁচ পরামর্শ দিলেন সানি লিওন, বিয়ের দশ বছর পূর্ণ করলেন

গত ২৬ ডিসেম্বর ইউটিউব তাদের ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে ‘বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিও’র তালিকা প্রকাশ করেছে, যা শ্রোতাদর্শকের মতামতের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। সেই তালিকায় শীর্ষে রয়েছে ‘ও আন্তাভা’। সামান্থার এই লিরিক্যাল ভিডিওটি ইউটিউবে এখন পর্যন্ত দেখা হয়েছে ৪ কোটিরও বেশিবার।

আরও পড়ুন -  Sapna Chaudhary: লাল স্যুটে দুর্দান্ত পারফরম্যান্স, মুগ্ধ দর্শক

তামিল, তেলেগু ভাষার পাশাপাশি হিন্দিতেও প্রকাশ পেয়েছে ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানটি। হিন্দি সংস্করণটিতে কণ্ঠ দিয়েছেন কণিকা কাপুর। লিখেছেন রাকীব আলম। গানটিতে সুর করেছেন দেবী শ্রী প্রসাদ। তেলেগু ভাষার সংস্করণটি এ তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে।