Ananya Respect Festival-2021: দশম বঙ্গ গৌরব অনন্যা সম্মান প্রদান উৎসব-২০২১

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তী, কলকাতাঃ   গত বুধবার ২৯শে ডিসেম্বর, প্রেস ক্লাব কলকাতা সাড়ম্বরে অনুষ্ঠিত হলো, দশম বঙ্গ গৌরব অনন্য সম্মান ২০২১। রিপোর্টার্স এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্ণালিসের পরিচালনায় অনুষ্ঠানটি শুভ সূচনা করেন সংগস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে। এরপর ২০২২-এর পাঁচটি মডেল ক্যালেন্ডার প্রকাশ ও অর্চনা বর্ধনের (সম্পা) স্মৃতির উদ্দেশ্যে স্পেশাল ক্যালেন্ডার প্রকাশ। ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেলার অর্পিতা পাল, মৌসুমী বর্ধন, শর্মিষ্ঠা গায়েন, অপর্ণা দে, তানিয়া ব্যানার্জী। এ বছর ১২ জনের হাতে বঙ্গ গৌরব অনন্যা সম্মান তুলে দেন তারা হলেন ডা. গৌতম মুখার্জী, সৌভিক চক্রবর্তী, ডা. রঞ্জিত কুমার সুর, শর্মিষ্ঠা গায়েন, সৌরভ বেরা, শুভঙ্কর মন্ডল, আকাশ বাউরি, রাজদীপ ব্যানার্জী, ড. সুমন রায় ও শিল্পী চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে ছিলেন সঞ্জয় টাওয়ার, রাজু মান্না, গোপীনাথ ধর, সুশান্ত রায়, রিয়া দাস, শ্যামল তালুকদার প্রমুখ।

আরও পড়ুন -  Brazil 10 Types of Dance: ব্রাজিলের ১০ রকম নাচ, বিশ্বকাপের জন্য