সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ দীর্ঘ 10 বছর ধরে অর্ধ সমাপ্ত অবস্থায় কাজ পড়ে আছে সেতুর। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন অথরিটি চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সেতু পরিদর্শন করে জানান খুব দ্রুত অবশিষ্ট কাজ শুরু করা হবে। পুরভোটের আগে এই প্রতিশ্রুতি কোন মিথ্যা নয়, খুব দ্রুত অবশিষ্ট কাজ শুরু করা হবে বলে তিনি জানান।
প্রসঙ্গত 2011 সালে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি উদ্যোগে জলপাইগুড়ি শহরের যানজট কাটানোর জন্য সমাজ পাড়া করোলা নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হয়। কিন্তু সেতুর সাথে সংযোগকারী রাস্তাটি এখনো পুরোপুরি ভাবে নির্মাণ করা হয়নি। দীর্ঘ 10 বছর ধরে একই রকম অবস্থায় পড়ে আছে। এই নিয়ে স্থানীয় এলাকার মানুষ অভিযোগ করেন। এরপর শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সেতুটি পরিদর্শন করে জানান খুব দ্রুত বাকি কাজ শুরু করা হবে।