Arrested In Germany: জার্মানিতে গ্রেপ্তার, লুধিয়ানায় আদালতে বিস্ফোরণে অভিযুক্ত

Published By: Khabar India Online | Published On:

জার্মানি থেকে গ্রেপ্তার করা হয়েছে লুধিয়ানার একটি আদালতে বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত জসবিন্দর সিং মুলতানিকে। বুধবার ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

গত ২৩ ডিসেম্বর লুধিয়ানার আদালত ভবনের একটি বাথরুমে বিস্ফোরণ হয়। এতে নিহত হন একজন; আহত হন আরও পাঁচজন।

আরও পড়ুন -  Germany-Spain: জার্মানির যোগ্যতা আছে স্পেনকে হারানোরঃ জার্মানির কোচ হ্যান্সি ফ্লিক

ওই বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন এ জসবিন্দর সিং মুলতানি। তাকে পুলিশ জার্মানি থেকে গ্রেপ্তার করেছে।

পুলিশ তদন্ত করে জানতে পারে, এই বিস্ফোরণের মূল ছিলেন গগনদীপ সিং। পাঞ্জাব পুলিশের বরখাস্ত হওয়া এ কনস্টেবল বিস্ফোরণে মারা গেছেন।

আরও পড়ুন -  Serbia: রকেট ইঞ্জিন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২, সার্বিয়ায়

তারপরই জসবিন্দরের জড়িয়ে থাকার কথা জানতে পারে পুলিশ। গোয়েন্দারা খবর পান, জসবিন্দর জার্মানিতে আছেন।

গ্রেপ্তার হওয়া জসবিন্দর সিং মুলতানি। ছবি: হিন্দুস্তান টাইমস

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, জসবিন্দর বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি নেতা। তিনি দিল্লি ও মুম্বাইতেও বিস্ফোরণ ঘটাতে চেয়েছিলেন। তিনি পাকিস্তান থেকে বিস্ফোরক পাঠাতেন।

আরও পড়ুন -  রোম্যান্সে মজলেন খেসারি লাল যাদব-কাজল রাঘবানির সাথে, দেখেননি ভিডিও আগে, VIDEO

৪৫ বছরের জসবিন্দর শিখ ফর জাস্টিসের প্রতিষ্ঠাতা গুরুপন্ত সিং পান্নুর কাছের নেতা। ২০১৯ সালে শিখ ফর জাস্টিস নিষিদ্ধ করা হয়।