Mayor Of Kolkata: কলকাতার মেয়র হিসেবে শপথ নিলেন ফিরহাদ হাকিম

Published By: Khabar India Online | Published On:

দ্বিতীয়বারের জন্য কলকাতার মেয়র হিসেবে শপথ নিলেন ফিরহাদ হাকিম।

ঈশ্বরের নামে শপথ নিয়ে সমস্ত কাউন্সিলরদের উদ্দেশে বার্তা দিলেন, কাউন্সিলররা তখনই সফল যখন সবাই বলবে ‘‌যখন ডাকি তখন পাই’‌। এই ট্যাগলাইনই শ্রেষ্ঠ। ফিরহাদ বলেন, ‘‌সবাই নিজের এলাকায় উন্নয়ন করলে কলকাতা উন্নত হবে। একটা টিম হয়ে কলকাতা পুরসভা কাজ করবে। আমরা সবাই সেবক, প্রধান সেবক আমি, আমরা সবাই একটা টিম। মমতা ব্যানার্জি অনেক প্রত্যাশায় এই বোর্ড গঠন করেছেন। আমরা ওঁর স্বপ্নের কলকাতা গড়ব। এমনভাবে কাজ করতে হবে যাতে সবাই বলে এটা সেরা বোর্ড। অর্থনৈতিক প্রতিকূলতা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের ভাল কাজ করতে হবে। এগিয়ে যেতে হবে।’‌

আরও পড়ুন -  কর্মক্ষেত্রে আমার কোনো বন্ধু নেই, কেন একথা বলছেন ফিরহাদ হাকিম ?

 পুরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নেন মালা রায়, ডেপুটি মেয়র হিসেবে শপথ নেন অতীন ঘোষ। এছাড়াও মেয়র ইন কাউন্সিল পদে শপথ নেন ১৩ জন সদস্য। উল্লেখ্য, শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই সাজোসাজো রব পুরসভায়। নজির গড়ে পুরসভার লনেই খোলা আকাশের নীচে শহরের বিশিষ্টদের উপস্থিতিতে ৩৮তম মেয়র হিসাবে দায়িত্ব নিলেন ফিরহাদ।

আরও পড়ুন -  BigNews: বেশি দেরি না করে, বিকেলেই Appoinment Letter দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা