Family: এক পরিবার বেহাল দশায় দিন কাটাচ্ছে, চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন

Published By: Khabar India Online | Published On:

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ   ধুপগুড়ির এক নম্বর মাগুরমারি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা আফিরিউদ্দিন এর পরিবার বেহাল দশায় দিন কাটাচ্ছে। তার স্ত্রী জানান, গত বছর হূদরোগে আক্রান্ত হন আফিরিউদ্দিন। এরপর প্যারালাইসিস হয়ে পড়ে। একেবারে নড়াচড়া করতে পারেন না। তিনি ছিলেন একমাত্র সংসারের রুজি রোজগারে ব্যক্তি। কারণ তার দুই ছেলে থাকলেও একজন মানসিক ভারসাম্যহীন অপরজন অক্ষম।

আরও পড়ুন -  বিয়ের প্রস্তাব নিয়ে সটান হাজির প্রেমিকের বাড়িতে !

তার স্ত্রী চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন। বাইরে গিয়ে চিকিৎসা করাতে ৬০ থেকে ৭০ হাজার টাকা লাগবে। এ পর্যন্ত তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ থেকে চাঁদা তুলে সংসার এবং স্বামীর চিকিৎসা করিয়েছেন। খুবই অসহায় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে পরিবারটি। এছাড়া তার স্ত্রী আরও জানিয়েছেন, তাদের সংসার এবং স্বামীর চিকিৎসা খরচ অন্যের দয়ায় চলছে।

আরও পড়ুন -  নন্দীগ্রামের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়