Parimani: কাঁদবেন না, হাসুন, আলোচিত নায়িকা পরীমনি

Published By: Khabar India Online | Published On:

সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। জীবন চলার পথে অনেক হোঁচটই খেয়েছেন, তবুও দমে যান নি। সবকিছু ছাপিয়ে এখন সিনেমার কাজ নিয়েই পুরোদমে ব্যস্ত তিনি। পরীমনি শুটিং করছেন ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’-এর। চয়নিকা চৌধুরী পরিচালিত এই ফিল্মে চিত্রনায়ক ইমন ও অভিনেতা ডিএ তায়েবের সঙ্গে অভিনয় করছেন পরী।

আরও পড়ুন -  এখনও দেখতে এত সুন্দর, মনে আছে লাল দোপাট্টা অভিনেত্রীর কথা? সুন্দর ছবি নায়িকার, ৩০ বছর পরেও
নায়িকা পরীমনি

শুক্রবার তিনটি ছবি পোস্ট করেছেন পরী। সেখানে তাকে সাদা রঙের শাড়ি পরিহিত অবস্থায় দেখা গেছে। তার চোখে-মুখে উচ্ছ্বল হাসি, আর কোলে রয়েছে পোষ্যপ্রাণী। ক্যাপশনে দিয়েছেন ইতিবাচক বার্তা। লিখেছেন, ‘শেষ হয়ে গেছে বলে কাঁদবেন না, হাসুন; কারণ এটা হয়েছে।’

আরও পড়ুন -  Pori Moni: অভিনেত্রী পরীমণি মা হলেন

উল্লেখ্য, পরীমণি সম্প্রতি কাজ করেছেন ‘গুনিন’, ‘মুখোশ’ সিনেমায়। এছাড়া নতুন বছরে সম্পন্ন করবেন ‘প্রীতিলতা’ সিনেমার বাকি অংশের শুটিং।