Ended Relationship: সম্পর্কের ইতি টানলেন, বিশ্বসুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেন

Published By: Khabar India Online | Published On:

 উঠতি মডেল রোমান শলের সঙ্গে দীর্ঘ দিন চলা সম্পর্কের ইতি টানলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেন।

বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে সম্পর্ক ইতি টানার খবর দেন সুস্মিতা। সে সময় সাথে তোলা একটি সেলফি পোস্ট করেছেন তিনি।

আরও পড়ুন -  ‘চোখে চোখে কত কথা, মুখে কেন বলনা’, কাকে বলছেন ? শ্রীময়ী চট্টরাজ !

নিজের ইস্টাগ্রামে দু’জনের হাসিমুখের একটি ছবি পোস্ট করে সুস্মিতা লেখেন, ‘আমরা শুরু করেছিলাম বন্ধু হিসেবে। আমরা বন্ধুই থাকব। সম্পর্ক অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু প্রেম রয়ে গিয়েছে।’

সঙ্গে আবার হ্যাশট্যাগে no more speculations, live and let live, cherished memories জুড়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন -  Ranbir- Aishwarya: রণবীর কাপুরকেই নিজের বাবা মনে করেছিল, ঐশ্বর্যের মেয়ে আরাধ্যা !

ইনস্টাগ্রামের সৌজন্যে রোমান-সুস্মিতার প্রেম কাহিনির সূত্রপাত। কাশ্মীরের ছেলে রোমান বড় হয়েছেন নৈনিতালে। দেরাদুনে ইঞ্জিনিয়ারিং এর পড়াশুনো শেষ করে শুরু করেন মডেলিং। পাঁচ-ছয় বছর মডেলিং করার পর মুম্বাইতে পাড়ি দেন। সেখানে থাকতেই সুস্মিতার সঙ্গে পরিচয়। তারপর সেই আলাপ থেকে বন্ধুত্ব, তারপর প্রেম!

আরও পড়ুন -  Viral: নায়িকা ইনায়ার সঙ্গে অশ্লীল ভঙ্গিতে নাচ পরিচালক রামগোপাল বর্মার ! হইচই নেটমহলে

২০১৮ সালের জুলাই মাস থেকে তাদের প্রেম শুরু হয়। আর নতুন বছর শুরুর আগেই জানা গেল তাদের বিচ্ছদের খবর।