Shah Rukh Khan: শুটিংয়ে যোগ দিয়েছেন শাহরুখ খান

Published By: Khabar India Online | Published On:

বলিউড বাদশা শাহরুখ খান। মাদককাণ্ডে ছেলে আরিয়ান খানের নাম জড়ানোর পর আর তিনি জনসম্মুখে আসেননি। তখন বলেছিলেন, আরিয়ান বাড়ি ফেরার পরেই কাজে যোগ দেবেন। ছেলের মুক্তির দেড় মাস পর এবার শুটিংয়ে যোগ দিলেন কিং খান।

বুধবার (২২ ডিসেম্বর) শুটিংয়ে যোগ দিয়েছেন শাহরুখ খান। মুম্বাইয়ে একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন তিনি।

আরও পড়ুন -  Shah Rukh Khan Birthday:: এই বছর শাহরুখের জন্মদিনটা পুরোপুরি আলাদা

 সংবাদমাধ্যমের খবর, বুধবার মুম্বাইয়ে এক বিজ্ঞাপনের শুটিং সেটে দেখা গেছে শাহরুখকে। এসময় তার পরনে ছিল কালো টি-শার্ট, চোখে রোদচশমা। যদিও ক্যামেরার লেন্সে শাহরুখের মুখ ধরা পড়েনি। তবে পেছন থেকে দেখেই বোঝা যাচ্ছে তিনি বলিউড বাদশা।

বাড়ি থেকে এতো দিন বের না হলেও গত সপ্তাহে একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থার অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন শাহরুখ। যেখানে তার চোখে-মুখে চিন্তার ছাপ দেখা গেছে।

আরও পড়ুন -  Praveen Kumar Sobti: পর্দার ভিমের জীবন যাপনের জন্য, পেনশন পাওয়ার কাতর আবেদন সরকারের কাছে

আরিয়ান মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর সব কাজ থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন শাহরুখ। পুরো অক্টোবর মাস থানা-পুলিশ, আদালত আর ঘুমহীন রাত কাটিয়েছেন অভিনেতা। প্রায় এক মাস জেলে থাকার পর ছেলে বাড়ি ফিরলেই স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন শাহরুখ।

আরও পড়ুন -  Neymar Injury: নেইমার ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন

সম্প্রতি মুম্বাই হাইকোর্টের এক খবরে স্বস্তি পেয়েছেন আরিয়ান। তার মুক্তির শর্তের মধ্য প্রধান শর্তটি বাদ দেওয়া হয়েছে। আদালত জানায়, প্রতি শুক্রবার এনসিবির অফিসে আর হাজিরা দিতে হবে না আরিয়ানকে।