Ajker Rashifol: আজ ২২শে ডিসেম্বর (৬ই পৌষ) বুধবার রাশিফল দেখুন

Published By: Khabar India Online | Published On:

মেষ (ARIES): আজ আপনার আর্থিক লাভ হতে পারে। নাম ডাক হতে পারে। যশ প্রতিপত্তি বেড়ে যাবে। মনে হিংসে আনবেননা। দিনটি বেশ ভালোই যাবে।

বৃষ (TAURUS):আজ আপনার দিনটি বেশ সুখকর হবে। আজ আপনার আইনি ব্যবসায়ে বেশ উন্নতি হতে পারে। ব্যবসায়ে লাভ হতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন।

মিথুন (GEMINI): আজ আপনার বিলাসবহুল জীবন কাটানোর ইচ্ছে জাগতে পারে। এই বিলাসিতার জন্য অনেক বেশি টাকা পয়সা খরচ করতে পারেন। নিজেকে সময় দিন।

কর্কট (CANCER): আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর হবে। কাজের জায়গায় উপস্থিত বুদ্ধির জন্য সম্মান প্রাপ্তি হতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। আয় বৃদ্ধি হবে।

আরও পড়ুন -  Horoscope: আজ ৩০শে নভেম্বর, রাশিফল দেখুন

সিংহ (LEO): আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। বুঝে শুনে টাকা খরচ করুন। দেখে শুনে টাকা ঋণ নিন। বেশি চিন্তা করবেননা।

কন্যা (VIRGO): আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। কোনো কারণে মনমরা থাকার সম্ভাবনা আছে। সব কাজেতেই উদাসীন হতে পারেন। মন শান্ত রেখে প্রতিদিন যোগাভ্যাস করুন।

আরও পড়ুন -  অ্যালকোহলের মধ্যে লোহিত রক্ত কোষ দীর্ঘক্ষণ থাকলে কি প্রভাব দেখা যাবে রমন রিসার্চ ইন্সটিটিউটের বিজ্ঞানীরা সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন

তুলা (LIBRA): আজ শিল্পীদের জন্য দিনটি বেশ শুভ। নাচ গান আঁকার জন্য বেশ নাম ডাক হতে পারে।নিজের কলানুশীলনের জন্য প্রশংসা পেতে পারেন। মন দিয়ে কাজ করুন।

বৃশ্চিক (SCORPIO): আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। নতুন অফিসে চাকরিতে কোনো সমস্যা দেখা দিতে পারে। মন দিয়ে কাজ করুন। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন।

ধনু (SAGITTARIUS): আজ আপনাকে কেউ মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। দেখে শুনে কাজ করুন। সবাইকে বিশ্বাস করে সব কিছু বলবেননা। মাথা ঠান্ডা রাখুন।

আরও পড়ুন -  Arpita Mukherjee: ষড়যন্ত্রী নাকি হানিট্র্যাপ, সুন্দরী অর্পিতা

মকর (CAPRICORN): আজ আপনি কোনো কিছু নিয়ে অযথা চিন্তা করতে পারেন। মন শান্ত করুন। ভেঙে পড়বেননা। রোজ নিয়ম করে যোগাভ্যাস করুন।

কুম্ভ (AQUARIUS): আজ আপনি অন্যায় কিংবা অবিচারের শিকার হতে পারেন। ভাই-ভাই দ্বন্দ্ব কিংবা সম্পত্তি নিয়ে বোঝাপড়ার সঠিক দিন আজ নয়। সমস্যা দেখলে এড়িয়ে যাবেন।

মীন (PISCES): আজ আপনার কাছের কোনো বন্ধু বা পরিবারের কোনো সদস্য আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারেন। সাবধানে থাকুন। চোখ কান খোলা রাখুন।