Mamata Banerjee: বাংলার ৫০ হাজার লোকের চাকরি হয়েছে IT‌ সেক্টরে, টুইট করে মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

Published By: Khabar India Online | Published On:

কর্মসংস্থান সৃষ্টি করতে পশ্চিমবঙ্গ সরকার বদ্ধপরিকর, টুইট করে এমনই মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সেই সঙ্গে জানালেন, ‘‌বাংলায় তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে শিখড়ে পৌঁছেছে। টিসিএস কোম্পানি ৫০ হাজার ব্যক্তিকে চাকরি প্রদান করেছে। গত ২০১১ সালে সংখ্যাটা ছিল মাত্র ১৫ হাজার। যা তিন গুন বেড়েছে।’‌

 তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই কর্মসংস্থান ও শিল্পের দিকে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিল্প আনতে নভেম্বরের শেষে মুম্বই সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। একাধিক শিল্পপতিদের সঙ্গে করেছেন বৈঠকও। রাজ্যে আগামী ২০ ও ২১ এপ্রিল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হবে। সেই সম্মেলনে শিল্পপতিদের যোগ দিতে আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে এই সম্মেলনের মাধ্যমে রাজ্যে শিল্প আনতে মরিয়া রাজ্য। কয়েকদিন আগে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন উদ্বোধনের জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, নরেন্দ্র মোদি মমতা ব্যানার্জির আমন্ত্রণ গ্রহণও করেছেন।

আরও পড়ুন -  কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে ইতিবাচক বৈঠক করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়