Married Men: বিবাহিত পুরুষই পছন্দ, সারা আলি খানের !

Published By: Khabar India Online | Published On:

বার বারই বিতর্কমূলক মন্তব্য করে বসেন সারা আলি খান। এবারও সারার একটি বক্তব্য ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য।

সম্প্রতি কফি উইথ করণের স্পেশাল এপিসোডে ‘অতরঙ্গী রে’ ছবির প্রচারে এসেছিলেন সারা আলি খান ও ধনুষ। সারা যখনই করণের শোয়ে আসেন ততবারই কোনো না কোনো মন্তব্যের জেরে বিতর্কের মুখে পড়েন। এবারও তার অন্যথা হল না।

আরও পড়ুন -  সম্পর্কের জটিলতা ও বিচ্ছেদ, প্রাক্তন রণজয়কে নিয়ে বিষ্ফোরক সোহিনী

করণ প্রশ্ন করেন নিজের স্বয়ম্বরে কাকে কাকে দেখতে চান সারা। সারার উত্তর শুনে চমকে যান ধনুষ ও করণ। সারা আলি খান বলেন, তিনি রণবীর সিং, বিজয় দেবেরাকোন্ডা, ভিকি কৌশল ও বরুণ ধাওয়ানকে দেখতে চান। তার মুখে এই নামগুলো শুনে সারাকে সাবধান করেন করণ জোহর।

আরও পড়ুন -  Sandipta Sen: সুইমিংপুলে নিজেকে একটু ভিজিয়ে নিলেন সন্দীপ্তা, উষ্ণ ছবিতে মুগ্ধ নেটিজেনরা, ছবি ভাইরাল

মজা করে করণ বলেন, এদের স্ত্রীরা দেখছে। সারা বলেন, আশা করি তাদের স্বামীরাও দেখছেন। সারার বোল্ড উত্তর শুনে অবাক হন ধনুষও।