Mission Extreme: আরও তিন দেশে, `মিশন এক্সট্রিম`

Published By: Khabar India Online | Published On:

আগামী ৭ জানুয়ারি ইউরোপের দেশ ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের ১৮টি সিনেমা হলে একযোগে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। ইতোমধ্যে দেশের প্রেক্ষাগৃহ মাতিয়েছে পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটি। গত ৩ ডিসেম্বর বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পায় এ সিনেমাটি।

প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন জানায়, ‘মিশন এক্সট্রিম’ স্কটল্যান্ডের সিনেওয়ার্ল্ড আবেরদীন ইউনিয়ন স্কয়ার ও সিনেওয়ার্ল্ড গ্লাসগোতে এবং আয়ারল্যান্ডের সিনেওয়ার্ল্ড ডাবলিনে মুক্তি পাবে। এছাড়া ইংল্যান্ডের সিনেওয়ার্ল্ড লন্ডন ওয়েস্ট অ্যান্ড কোম্পানিতে, সিনেওয়ার্ল্ড লন্ডন ইলফোর্ড, সিনেওয়ার্ল্ড লন্ডন লুটন, ওডিয়ন লন্ডন ক্যামডেন, সিনেওয়ার্ল্ড বার্মিংহাম ব্রড স্ট্রিট, সিনেওয়ার্ল্ড ব্র্যাডফোর্ড, সিনেওয়ার্ল্ড সুইন্ডন রিজেন্ট সার্কাস সিনেওয়ার্ল্ড মিলটন কেইনস, সিনেওয়ার্ল্ড ব্রিস্টল, ওডিয়ন ওল্ডহ্যাম, ওডিয়ন লাক্স লেসটার, ওডিওন ম্যানচেস্টার গ্রেট নর্দার্ন, ওডিয়ন লিভারপুল ওয়ানে মুক্তি পাবে ‘মিশন এক্সট্রিম’।

আরও পড়ুন -  Shama Sikander: শামা সিকান্দার, ক্যামেরার সামনে ব্রা ছাড়াই, অভিনেত্রী পাগল করলেন ভক্তদের, ছবি দেখুন

এ প্রসঙ্গে সিনেমাটির অন্যতম পরিচালক সানী সানোয়ার বলেন, ‘মিশন এক্সট্রিম’ বিদেশে ব্যাপকভাবে সমাদৃত হওয়ায় আমরা আনন্দিত। দেশে দিন দিন সিনেমা ব্যবসার গতি শ্লথ হলেও বিদেশে রয়েছে অবারিত সম্ভাবনা। আমরা সে ভরসায় এগিয়ে যাচ্ছি।’

আরও পড়ুন -  দেশের স্বাধীনতা সংগ্রামী আদিবাসী মানুষের আত্মবলিদান ও অবদানের যথাযোগ্য স্বীকৃতি দিতে আদিবাসী বিষয়ক মন্ত্রক আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে সংগ্রলায় গড়ে তুলছে

বিদেশি পরিবেশনা সংস্থা রিভেরি ফিল্ম বিডির কর্ণধার রন্টি ইসলাম বলেন, “ইউরোপে এত বাংলাদেশি থাকার পরও আমরা এখানে কোনো দেশীয় সিনেমা রিলিজ দিতে সাহস পেতাম না। এর মূল কারণ ছিল কনটেন্টের মান। কিন্তু ‘মিশন এক্সট্রিম’ দেখে মনে হলো এটা নিশ্চিন্তে করা যায়। সামনের দিনগুলোতে দেশের ভালো সিনেমা ইউরোপে রিলিজ অব্যাহত রাখব।”

কিছুদিনের মধ্যেই সংযুক্ত আরব আমিরাত, ভারত, ইতালি, মালেশিয়া প্রভৃতি দেশে মুক্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান সিনেমাটির অন্য পরিচালক ফয়সাল আহমেদ।

আরও পড়ুন -  Poonam Pandey: পুনাম পাণ্ডে ব্রা-লেস লুকে দেখা দিলেন, ভিডিও দেখেই নিঃশ্বাস আরও বেড়ে গেলো ভক্তদের

‘মিশন এক্সট্রিম’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়া তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত। আছেন রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান ও দীপু ইমামসহ অনেকে।