Mobile: মোবাইল জলে পড়ে গেলে করণীয়

Published By: Khabar India Online | Published On:

বর্তমান প্রজন্ম স্মার্টফোনের নেশায় গভীরভাবে আসক্ত। প্রতিটি মুহুর্তের সঙ্গী। কারণে অকারণে স্মার্টফোনের স্ক্রিনেই যেন আমাদের দৃষ্টি আটকে থাকে। সর্বক্ষণের সঙ্গী ফোনটি অনেক সময় অসতর্কতাবশত পড়ে যায় জলেতে। এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে।

এমতাবস্থায় তাৎক্ষণিকভাবে করণীয় কী কী তাই পাঠকদের জন্য তুলে ধরা হলঃ

 ফোন জলেতে বেশিক্ষণ থাকলে শর্ট সার্কিটও হয়ে যেতে পারে। আর এ কারনে ফোনে থাকা সকল ডেটা মুছে যায়। তাই যত দ্রুত সম্ভব জল থেকে ফোন তুলে ফেলতে হবে।

আরও পড়ুন -  ঘামাচি ও র‌্যাশ থেকে রেহাই

পরিষ্কার নরম কাপড় দিয়ে জল মুছে নিতে হবে। কোনো হেডফোন বা ইউএসবি লাগানো থাকলে অবশ্যই খুলে ফেলতে হবে। ফোনের ভেতরে থাকা সমস্ত কিছু অর্থাৎ ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ডও খুলে ফেলুন। ২৪ ঘণ্টা পর্যন্ত ফোনে ব্যাটারি লাগাবেন না। চালের মধ্যে বা সিলিকা জেল-এ ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাখতে হবে।

আরও পড়ুন -  Ended Relationship: সম্পর্কের ইতি টানলেন, বিশ্বসুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেন

ফোনে থাকা কোনো সুইচে চাপ দেয়া যাবে না। এতে জল আরো বেশি পরিমাণে ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে করে হয়তো বেঁচে যেতে পারে ফোনটি।

আরও পড়ুন -  Healthy Pregnancy: সুস্থ গর্ভাবস্থা নিশ্চিত করতে কি করবেন ?

এরপর কিছুক্ষণ ফোনটিকে রোদে রাখুন। ভিতরে থাকা কোথাও কোন জল থাকলে রোদে তা শুকিয়ে যাবে। এরপরও কাজ না হলে সার্ভিস সেন্টারে নিয়ে যান। কোনোভাবেই ফোনে হেয়ার ড্রাইয়ারের প্রয়োগ করবেন না। হেয়ার ড্রাইয়ারের গরম হাওয়ায় ভেতরের পার্টসগুলো গলে যেতে পারে।