Suspended: পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ স্থগিত

Published By: Khabar India Online | Published On:

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল পাকিস্তান সফরে এসেই একের পর এক খেলোয়াড় করোনা আক্রান্ত হচ্ছেন। এ পর্যন্ত খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ- সবমিলিয়ে মোট ৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যে কারণে ক্যারিবীয়দের এই সিরিজ বাতিলের শঙ্কা উঠেছিলো আগেই। এবার তাই হলো।

খেলোয়াড়দের টানা পোড়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করাছে ওয়েস্ট ইন্ডিজ। তবে এ অবস্থায় ওয়ানডে সিরিজ চালিয়ে নেয়ার ঝুঁকি নেয়নি ওয়েস্ট ইন্ডিজ। আর তাদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে আয়োজক পাকিস্তানও। ২০২২ সালের জুন পর্যন্ত ওয়ানডে সিরিজটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দুটি দল।

আরও পড়ুন -  Imran Khan: আরও একটা জীবন দিলেন আল্লাহঃ ইমরান খান

১৮ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখন সেই সিরিজ অনুষ্ঠিত হবে আগামী বছর জুনে মাসে।

এরআগে পাকিস্তানে এসে পৌঁছার পর পরই তিন ক্যারিবীয় ক্রিকেটার এবং একজন নন-কোচিং স্টাফ এর করোনা পজিটিভ হয়। তাদেরকে আইসোলেশনে রাখা হলেও পরবর্তীতে, গত বুধবার আরও ৫ ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

আরও পড়ুন -  Pakistan: পাকিস্তান জুড়ে বিদ্যুৎ বিভ্রাট, করাচি ও ইসলামাবাদসহ

এই পরিস্থিতিতেও গত বৃহস্পতিবার সফরের তৃতীয় এবং সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়ায়। যেখানে ওয়েস্ট ইন্ডিজ ২০৭ রান করার পরও পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে যায়।

৯ জন করোনা আক্রান্ত। একই সঙ্গে আঙ্গুলের ইনজুরির কারণে ক্যারিবীয় স্কোয়াডের ডেভন থমাস চলে গেছেন দলের বাইরে। ফলে ওয়েস্ট ইন্ডিজের টিম ম্যানেজমেন্টের হাতে বাকি থাকে মাত্র ১৪ ক্রিকেটার। যেখানে আবার স্পেশালিস্ট ব্যাটারই নেই বলতে গেলে। ফলে ক্যারিবীয়দের একাদশ গঠন করাই পড়ে গেছে ঝুঁকির মধ্যে।

আরও পড়ুন -  Weather Alert: বাংলায় বিশাল ঘূর্ণাবর্ত, ৫০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া, অ্যালার্ট জারি হল

এরপরই দুই বোর্ড আলোচনায় বসে ওয়ানডে সিরিজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। বিশেষ করে এই ওয়ানডে সিরিজ যেহেতু আইসিসি সুপার লিগের অংশ এবং যেহেতু এই সুপার লিগের মধ্য দিয়ে ২০২৩ বিশ্বকাপের বাছাইও অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, সে কারণে সিরিজটি আয়োজন করা সমীচীন হবে না বলেই মত সবার। ছবি- সংগৃহীত