Actress Kiara Advani: কোটি টাকার গাড়ি কিনে আলোচনায় কিয়ারা

Published By: Khabar India Online | Published On:

বিশ্ববিখ্যাত বিভিন্ন কোম্পানির বিলাসবহুল বেশ কয়েকটি গাড়ি সংগ্রহে রয়েছে বলিউড অভিনেত্রী কিয়ারা আডভানির। এবার সেই তালিকায় যুক্ত হলো তার আরও একটি নতুন গাড়ি। প্রায় এক কোটি ৫৬ লাখ টাকাতে  বুধবার কালো রঙের আউডি এ-এইটএল মডেলের একটি গাড়ি কিনেছেন এ অভিনেত্রী।

আউডি ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার ও ইনস্টাগ্রামে কিয়ারাকে গাড়ি হস্তান্তের দুটি ছবি পোস্ট করা হয়েছে।  একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, নতুন এই গাড়িটি বাদেও এখন পর্যন্ত কিয়ারার সংগ্রহে রয়েছে, বিএমডব্লিউ এক্স ফাইভ, মার্সিডিজ বেঞ্জ ই-ক্লাস, বিএমডব্লিউ ফাইভ থার্টি-টি মডেলের তিনটি গাড়ি।

আরও পড়ুন -  Nusrat-Yash: গর্ভাবস্থার একদম শেষপর্যায়ে,সানডে আউটিংয়ে যশের হাত ধরে বেরিয়ে পড়লেন হবু মাম্মা নুসরত

অভিষেক হওয়ার পরে খুব অল্প সময়ে বলিউডের যে কজন অভিনেত্রী ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছেন, তাদের মধ্যে অন্যতম কিয়ারা। ২০১৪ সালে ফাগলি নামের একটি সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় কিয়ারার। তবে ২০১৬ সালে এম এস ধোনি সিনেমা দিয়ে নজর কাড়েন দর্শকদের।

আরও পড়ুন -  কলকাতা, মুম্বাই এবং নয়ডায় উন্নতমানের কোভিডের নমুনা পরীক্ষার ব্যবস্থাপনা চালু করলেন প্রধানমন্ত্রী

এরপর ২০১৯ সালে মুক্তি পাওয়া বক্স অফিস কাঁপানো সিনেমা ‘কবির সিং’ দিয়ে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। সবশেষ চলতি বছর আগস্টে মুক্তি পাওয়া ‘শেরশাহ’ সিনেমায় অভিনয় দিয়ে দর্শক ও সমালোচকদের তুমুল প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন -  ইমরান হাশমি ঐশ্বর্য কাছে ক্ষমা চাইতে প্রস্তুত, কী মন্তব্যর জন্য তার অনুশোচনা

আগামীতে তাকে দেখা যাবে যুগ যুগ জিও সিনেমায়। করন জোহরের ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় এ সিনেমাটি পরিচালনা করছেন রাজ মেহতা।