39 C
Kolkata
Wednesday, April 24, 2024

Blood Bank: রক্ত শূণ্য ব্লাড ব্যাঙ্ক, বন্ধ অপারেশন

Must Read

সুমিত ঘোষ, মালদাঃ   মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক রক্তশূণ্য। যার জেরে প্রায় বন্ধ হতে চলেছে অপারেশন। হতাশ হয়ে ফিরতে হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের। রক্ত সংকট না মিটলে চরম সমস্যার আশঙ্কা করা হচ্ছে। মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে কোনও রকমের রক্তই মিলছে না। রক্ত না থাকায় প্রায় বন্ধ সমস্ত রকম অপারেশন প্রায় বন্ধের মুখে হতে চলেছে।

আরও পড়ুন -  Sunny Leone: তাপমাত্রা বাড়িয়েছেন সানি লিওনি কালো পোশাকে, ভক্তদের চোখে ঘুম নেই

জেলার নার্সিংহোম গুলিতেও একই অবস্থা রক্ত সংকটের জেরে অপারেশন বন্ধ হতে চলেছে বলে জানা গেছে।

তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা। রক্ত না থাকায় হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাদের।

সমস্যার আশু সমাধান না হলে সংকট বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাবকে রক্ত দানের জন্য শুক্রবার দুপুরে আহ্বান জানিয়েছে ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা।

Latest News

এই গরমে আমের উপকারিতা কি?

এই গরমে আমের উপকারিতা কি? আমের উপকারিতা: আমরা জানি আম "ফলের রাজা" হিসেবে পরিচিত। এটি একটি সুস্বাদু এবং পুষ্টিকর ফল যা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img