আজ সকালে দূর্গাপুরের এক হাসপাতালে দেহ ত্যাগ করলেন দেওঘরস্থিত সৎসঙ্গের প্রাণপুরুষ আচার্য্যদেব শ্রী শ্রী দাদা তথা শ্রী অশোক রঞ্জন চক্রবর্তী।
দীর্ঘ কয়েক মাস আগে অসুস্থতার জন্য দূর্গাপুর হাসপাতালে ভর্তী করা হয়েছিলো তাঁকে। সৎসঙ্গের প্রাণপুরুষের অসুস্থতার সুস্থতা কামনা করে প্রার্থণায় আকুল হয়ে উঠেছিলেন হাজার হাজার মানুষ৷।
করোনা কালীন পরিস্থিতিতে সৎসঙ্গ মন্দির বন্ধ থাকায় শ্রী শ্রী আচার্য্য দেব মানুষকে না দেখতে পেয়ে যেন অস্থির হয়ে পড়েছিলেন এবং সোশ্যাল মিডিয়ার সাহায্যে লাইভে এসে সকলকে সজাগ থাকার জন্য অনুরোধ জানিয়েছিলেন পাশাপাশি সংশয় প্রকাশ করে তিনি বলেছিলেন “আবার কারোর সাথে দেখা হবে কিনা তিনি জানেন না”।
এই দিব্য প্রাণপুরুষের বয়স হয়েছিলো ৮৯ বছর। তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন ভরতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যােপাধ্যায় এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শোকপ্রকাশ করে টুইট করেছেন।
দূর্গাপুরের সৎসঙ্গ মন্দিরে তাঁর শেষ কৃতকার্য করা হয়। তাঁকে শেষ বারের জন্য দেখতে মানুষের ভিড় ছিলো দেখার মতো। দূর্গাপুরের সৎসঙ্গ মন্দিরে তাঁর চিতা ভস্ম সমাধীস্থ করা হবে।