Jahnavi Kapoor: বাড়ছে রুপের জেল্লা, শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর, কী ডায়েট মেনে চলেন

Published By: Khabar India Online | Published On:

‘ধড়ক’ সিনেমা দিয়ে ২০১৮ সালের ডেবিউ করেছিলেন শ্রীদেবী ও বনি কাপুর বড় কন্যা জাহ্নবী কাপুর।

প্রথম সিনেমাতে শ্রীদেবী কন্যা বেশ প্রশংসা পেয়েছিলেন।জাহ্নবীর আগামীর তালিকায় রয়েছে ‘দোস্তানা ২’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। অবশ্য অভিনেত্রীর গায়ে একসময়ে স্টারকিডের তকমা লেগেছিল। ধীরে ধীরে নিজের অভিনয় দিয়ে সেই তকমা এখন এই অভিনেত্রী পিছনে ফেলে দিয়েছেন।

আরও পড়ুন -  মেসি, হালান্ড এবং এমবাপ্পেসহ ১২ ফুটবলার ফিফা বর্ষসেরার তালিকায়

অভিনেত্রীর ইন্সটাগ্রাম পেজ খুললেই তা বোঝা যায়। উন্মুক্ত বক্ষবিভাজিকায় লাস্যময়ী অবতারে একের পর এক হট ছবি শেয়ার করে থাকেন অভিনেত্রী।একের পর এক পোজ দিয়ে তিনি বোল্ড আর সাহসী লুকে ছবি শেয়ার করে নিমেষে ভাইরাল হন। অভিনেত্রীর রূপের ছটায় মুগ্ধ গোটা নেট দুনিয়া। জাহ্নবী কাপুর এক কথায় বলতে গেলে বলিউডের হট কুইন বলা যেতে পারে। একের পর এক ছবি শেয়ার করে তাক লাগাচ্ছেন তিনি।

আরও পড়ুন -  হলুদ মনোকিনিতে বেবোকে লাস্যময়ী দেখাচ্ছে! নেটদুনিয়ায় ছবি ভাইরাল