কাশী বিশ্বনাথ মন্দির থেকে গঙ্গাতীরে যাওয়ার পথ এবং সেখানে থাকা মন্দিরগুলি সংস্কার করে সাজিয়ে তোলা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে কাশী বিশ্বনাথ করিডোর। সোমবার সেই প্রকল্পের উদ্বোধন করলেন মোদি। ইতিমধ্যেই কালভৈরব মন্দির এবং কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করেছেন মোদি। কালভৈরব মন্দিরে পুজোও দিয়েছেন মোদি। তারপর কাশী বিশ্বনাথ করিডোর উদ্বোধন করলেন।করিডোর উদ্বোধনে মোদির সঙ্গে ছিলেন যোগী আদিত্যনাথ। কেবল যোগী নন, কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর উদ্বোধনে উপস্থিত ছিলেন দেশের ১২টি বিজেপি–শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। ছিলেন বিহার ও নাগাল্যান্ডের উপমুখ্যমন্ত্রীও। এ ছাড়াও প্রায় তিন হাজার বিশিষ্ট ব্যক্তি সোমবারের অনুষ্ঠানে হাজির ছিলেন।
Special day for us all. Inauguration of Shri Kashi Vishwanath Dham. https://t.co/Kcih2dI0FG
— Narendra Modi (@narendramodi) December 13, 2021
কালভৈরব মন্দিরে পুজো দেওয়ার পর গঙ্গা ভ্রমণ করেন মোদি। তারপর গঙ্গায় ডুব দিয়ে স্নানের পাশাপাশি গঙ্গায় পুজোও দেন মোদি। এরপর সোজা চলে আসেন কাশী বিশ্বনাথ করিডোর উদ্বোধনের অনুষ্ঠান স্থলে। সেখানে এসে কাশী বিশ্বনাথ মন্দিরেও পুজো দেন মোদি। করেন আরতিও। কাশী বিশ্বনাথ মন্দির থেকে গঙ্গার পাড় অবধি পাঁচ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে সাজিয়ে গড়ে তোলা হয়েছে করিডোর। ২০১৯ সালে এই প্রকল্পের শিল্যন্যাস করেছিলেন মোদি।