Kareena Kapoor Khan: করিনার করোনা, বান্ধবী অমৃতাও পজেটিভ

Published By: Khabar India Online | Published On:

করোনা আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। সেই সঙ্গে আক্রান্ত হয়েছেন তার প্রিয় বান্ধবী অভিনেত্রী অমৃতা অরোরাও। আপাতত নিভৃতবাসেই (কোয়ারেন্টিন) থাকবেন তারা। জানা যাচ্ছে, বিগত কয়েক দিনে তাদের সংস্পর্শে যারা এসেছেন, তাদেরও করোনা পরীক্ষা করানো হবে।

দিন কয়েক আগেই কারিশ্মা কাপুর এবং মালাইকা অরোরার সঙ্গে ঘরোয়া পার্টি করতে দেখা গিয়েছিল কারিনা ও অমৃতাকে। এ ছাড়াও গত সপ্তাহে সোনম কাপুর এবং রিয়া কাপুরের সঙ্গে নৈশভোজ সেরেছিলেন তারা।

আরও পড়ুন -  Dharmendra: শহর থেকে দূরে গ্রামের বাড়িতে শাকসবজির ফলন, গো পালন নিয়েই ব্যস্ত থাকেন ধর্মেন্দ্র

কারিনা বা অমৃতা যদিও এখনও আক্রান্ত হওয়া নিয়ে প্রকাশ্যে কোনও বিবৃতি দেননি। কিন্তু সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, কোভিড বিধি লঙ্ঘন করেই নানা সময় পার্টি করেছিলেন তারা। সেখানে উপস্থিত ছিলেন কারিনার ম্যানেজার পুনম দামানিয়া এবং অভিনেত্রী নিনা গুপ্তর কন্যা পোশাক শিল্পী মাসাবা গুপ্ত।

আক্রান্ত দুই অভিনেত্রীর সংস্পর্শে আসা প্রত্যেকেরই কোভিড পরীক্ষা করার নির্দেশ দিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন।

আরও পড়ুন -  Rachana Tiwari: রচনা তিওয়ারি নাচালেন শরীরের অংশগুলি