Tribute Ceremony: বিএনআর মোড়ে চপার দুর্ঘটনায় মৃত বিপিন রাওয়াতের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   বিএনআর মোড়ে চপার দুর্ঘটনায় মৃত বিপিন রাওয়াতের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান।

আসানসোলের বিএনআর মোড়ে চপার দুর্ঘটনায় মৃত বিপিন রাওয়াতের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করা হয়েছে।

আরও পড়ুন -  ISKCON Protests: বাংলাদেশের ঘটনার প্রতিবাদ ইস্কনের

বৃহস্পতিবার আসানসোল বাসীর পক্ষ থেকে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করা হয়েছে।জানা গিয়েছে তামিলনাড়ুর কন্নুরে চপার দুর্ঘটনায় CDS মৃত বিপিন রাওয়াতের সহ 13 জনের মৃত্যু হয়েছিলো।তাই এদিন বিএনআর মোড়ে আসানসোল বাসীর উদ্যোগে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করা হয়েছে।এদিন মোমবাতি জ্বালিয়ে CDS মৃত বিপিন রাওয়াতকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।এই প্রসঙ্গে আসানসোল বাসীরা কি বলেছেন তা শুনুন।