Murgasol: আসানসোল দক্ষিণ থানার মুর্গাসোল এলাকায় দিন দুপুরে গুলি

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   আসানসোল দক্ষিন থানার মুর্গাসোল এলাকায় দিন দুপুরে গুলি ।সোনু সিং নামে এক যুবককে লক্ষ করে গুলি চালায় বলে অভিযোগ ।আহতকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রথমিক চিকিত্সার পরে তাকে স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে ।ঘটনাস্থলে আসানসোল দক্ষিন থানার পুলিশ পৌছে ঘটনার তদন্ত শুরু করেছে ।স্থানীয় এক বাসিন্দা বলেন ,একটা গুলির শব্দ শুনতে পায়। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে বলতে পারবো না,
বাইট ,,,, স্থানীয় বাসিন্দা ,টুম্পা রায়।

আরও পড়ুন -  এক তুলোর দোকানে আগুন

গুলিতে আহত যুবকের এক সহকর্মী সংস্কার কুমার বলেন,দেওঘরের কয়েকজন যুবক ও এক মহিলা মিলে আমরা একটি কোচিং সেন্টার চালাতইম ।আজ হঠাত্ করেই এক যুবক আসে ও ঝগড়া করতে থাকে তার কাছে বন্দুক ছিল সেটা দিয়ে সে গুলি চালায়।

আরও পড়ুন -  Cargo Plane Crashes: নিহত ৩, রাশিয়ায় কার্গো প্লেন বিধ্বস্ত

বাইট ,,,, সংসস্কার কুমার ,,,।

ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ কর্তারা পৌঁছে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন -  Floating Hotel in Doha: দোহা বন্দরে ভাসমান হোটেল, ফিফা দর্শকদের জন্য

ঘটনা প্রসঙ্গে ডিসি অভিষেক মোদী বলেন, পুলিশ গুলি চালানোর খবর পেয়ে আসে। আহতকে আসানসোল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে রেফার করা হয়েছে। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

বাইট ,,, অভিষেক মোদী ,,, ডিসি ,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।