Afghan Women: মার্কিন সহায়তা দাবি, আফগান নারী শিক্ষায়

Published By: Khabar India Online | Published On:

নোবেলবিজয়ী নারী অধিকার কর্মী মালালা ইউসুফজাই আফগান মেয়েদের শিক্ষায় যুক্তরাষ্ট্রের শক্তিশালী সহায়তা চেয়েছেন। ওয়াশিংটন সফরকালে স্থানীয় সময় সোমবার তিনি এ সহায়তা চান। খবর এনডিটিভির।

ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেনের পাশে দাঁড়িয়েই ২৪ বছরের মালালা এসব কথা বলেন। তিনি বলেন, ‘বর্তমানে আফগানিস্তানই একমাত্র দেশ যেখানে মেয়ে উচ্চ-মাধ্যমিকে লেখাপড়া করার সুযোগ নেই। তাদের লেখাপড়ায় বারণ করা হচ্ছে।’

আরও পড়ুন -  বিচারপতি সঞ্জয় কুমার মেধি, নানি তাগিয়া এবং মণীষ চৌধুরিকে গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে

তিনি বলেন, ‘আফগান মেয়েদের প্রতি এখন এটা একটা বার্তা: আমরা একটি বিশ্ব দেখতে চাই যেখানে সব মেয়েদের নিরাপদ ও মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ থাকবে।’

এ সময় ১৫ বছরের আফগান কিশোরী সোতোদাহ এর একটি চিঠি তিনি তুলে ধরেন। চিঠিটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ্য করে লিখেছেন ওই আফগান কিশোরী।

আরও পড়ুন -  Monalisa: শরীর ঢাকলেন মোনালিসা স্বল্প বিকিনিতে, একটু বেসামাল হতেই গোপন জিনিস দেখা গেল

মালালা জানান, আফগান কিশোরী সোতোদাহ লিখেছে, ‘মেয়েদের জন্য যতক্ষণ পর্যন্ত স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে, ততই এটা ভবিষ্যতের (তাদের) আশাকে ম্লান করতে থাকবে।’

ওই চিঠিতে আফগান কিশোরী লিখেছে, ‘যদি মেয়েদের শিক্ষা না দেয়া হয়, তাহলে আফগানিস্তান ভোগান্তিতে পড়বে।’ গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গানি সরকারকে হটিয়ে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান।

আরও পড়ুন -  US Midterm Elections: ভোট শুরু, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের
স্বামী আসের মালিকের সঙ্গে মালালা ইউসুফজাই।নারী শিক্ষার বিষয়ে তালেবানের অনুদার নীতি বিশ্বব্যাপী সমালোচনার একটি আবহমান ইস্যু। যদিও তালেবানরা এ বিষয়ে উদার হওয়ার বার্তা দিয়েছে, কিন্তু এতে আস্থা রাখতে পারছে না বিশ্ব।