Distribution: সাধারণ দুঃস্থ ছোটো বাচ্ছাদের শীতকালীন বস্থ বিতরণ ও কোভিড যোদ্ধাদের সংবর্ধনা

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   রানীগঞ্জ সিয়ারসোল রাজ বাড়ীর নিকট তেতুল তোলা মাঠে সমাজসেবীর অমিত মোরের নিজস্ব উদ্যোগে সাধারণ দুঃস্থ ছোটো বাচ্ছাদের শীতকালীন বস্থ বিতরণ করলেন।

রানিগঞ্জের বিধায়ক তথা ADDA চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে প্রায় ৫০০ জন বাচ্চাদের হাইনেক গেঞ্জি , চটি , খাতা পেনসিল, স্কেল ও রাবার বিতরণ করেন।

আরও পড়ুন -  রাষ্ট্রপতি সেনা হাসপাতালে বিজয় দিবস উপলক্ষ্যে অর্থ প্রদান করলেন

একই সাথে ৩০ জন দুঃস্থ ছাত্র ও ছাত্রীদের বই তুলে দিলেন।

কোভিড যোদ্ধা প্রায় ৩০ জন স্বাস্থ কর্মীদের সংবর্ধনা দেয়ার কর্মসূচি করা হয়।

আরও পড়ুন -  Gold Price Today: মা লক্ষ্মীর কৃপায় আজ সাধারণের মুখে হাসি, মুখ থুবড়ে পড়ল সোনার দাম, আজই কি সুবর্ণ সুযোগ?