Body At Home: বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিলো, সোনিয়া

Published By: Khabar India Online | Published On:

লক্ষ্মীপুরে আলিম পরীক্ষার্থী সোনিয়া বাড়িতে বাবার লাশ রেখে চোখে অশ্রু নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বাবাকে হারিয়ে অনেকটা নির্বাক হয়েও সহপাঠী ও কেন্দ্র সচিবের সহযোগিতায় আলেকজান্ডার কামিল মাদ্রাসায় ওই ছাত্রী বৃহস্পতিবার প্রথম দিনে কোরআন পরীক্ষায় অংশ নেয়। সোনিয়া রামগতি উপজেলার রাব্বানীয়া ফাজিল মাদ্রাসার ২০২১ সালের আলিম পরীক্ষার্থী।

আরও পড়ুন -  Odisha Train Accident: ১০১ জনের পরিচয় শনাক্ত হয়নি, ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার

সোনিয়ার কাকার ভাই মিজানুর রহমান জানান, ঘরে বাবার লাশ বাড়িতে রেখে সোনিয়া সকাল ৮টায় পরীক্ষার উদ্দেশ্যে রওয়ানা হয়। পরীক্ষা তেমন ভালোভাবে দিতে পারেনি।

রাব্বানীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসেন জানান, এটি একটি হৃদয়বিদারক ঘটনা। পরীক্ষার্থী ছাত্রীকে নিয়ে আমিই হলে গিয়েছি। যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করেছি। বারবার কান্নায় ভেঙে পড়ায় ভালোভাবে পরীক্ষা দিতে পারেনি সে। পরবর্তী হাদীস বিষয়ের পরীক্ষা যেন ভালোভাবে দিতে পারে, সে বিষয়ে পরামর্শ দিয়েছি।

আরও পড়ুন -  অপরের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করা এই মুহূর্তে মানুষের স্বভাবে পরিণত হয়ে গেছেঃ অর্জুন কাপুর

জানা যায়, ৯ নং চরগাজী ইউনিয়নের চরগাজী গ্রামের আবদুল মতিন (৭০) বুধবার রাত ১০টায় বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়।