Weapons: বিয়ে বাড়িতে অস্ত্র সহ ধৃত বিহারের এক যুবক

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদাঃ   বিয়ে বাড়িতে অস্ত্র সহ ধৃত বিহারের এক যুবক। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেরে পুলিশ সঞ্জয় রজক (৩৫) নামে ওই যুবককে আটক করে।

আরও পড়ুন -  TMC: তৃণমূল প্রার্থী মনিষা সাহার সমর্থনে বুধ কর্মীদের নিয়ে বৈঠক

পরে তল্লাশী চালিয়ে সেভেন এমএম পিস্তল উদ্ধার করে।

ধৃতের বাড়ি বিহারের আমদাবাদ থানার রঘুনাথপুর গ্ৰামে। হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটা মাখনা কুইলপাড়া গ্ৰামে একটি বিয়ে বাড়িতে এসেছিল ওই যুবক। সঙ্গে ছিল সেভেন এম এম পিস্তল-সহ গুলি। ৪ কিলোমিটার দুরে বাংলা-বিহার সীমান্ত এলাকা। অস্ত্র নিয়ে কেন বিয়ে বাড়িতে। পেছনে কোন উদ্দেশ্যে ছিল কি? উত্তর খুঁজছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। ৫ দিনের নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

আরও পড়ুন -  Train Accident In Mainaguri: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ময়নাগুড়িতে, বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে