ভোলা কি যায় ?

Published By: Khabar India Online | Published On:

ভোলা কি যায় ?   ( নন্দা মুখার্জী )

রোজ বিকেলে যে পথটা ধরে তোর সাথে হাঁটতাম
আজও সেই পথটা রয়েছে একইভাবে
পাল্টেছে শুধু আশেপাশের দোকান আর বাড়িঘরগুলি।

আরও পড়ুন -  Gold Price Today: মা লক্ষ্মীর কৃপায় আজ সাধারণের মুখে হাসি, মুখ থুবড়ে পড়ল সোনার দাম, আজই কি সুবর্ণ সুযোগ?

তুই আমি একসাথে হয়ত হাঁটি না আজ আর
বেঁচে আছি কিন্তু একই আকাশের তলায়
পথটা একই থাকলেও হাঁটার সময়টা পাল্টেছে ।

বয়স বাড়ছে দুজনেরই চুলে ধরেছে পাক
বয়সের ভারে ভুলছি দুজনে অনেক কিছু
সত্যিই কি একই সাথে হাঁটার সময়টা ভুলেছি কেউ?

আরও পড়ুন -  Baby Bump: উন্মুক্ত বেবি বাম্পের ছবি, নায়িকা পরীমণি, মা দিবসে পোস্ট করেছেন

যে যার জীবনে হয়েছি হয়ত সুখী
সত্যি করে বলতো আমার মত তোর ও কি
নির্জনে আমার কথা মনে পড়ে না?