ভোলা কি যায় ?

Published By: Khabar India Online | Published On:

ভোলা কি যায় ?   ( নন্দা মুখার্জী )

রোজ বিকেলে যে পথটা ধরে তোর সাথে হাঁটতাম
আজও সেই পথটা রয়েছে একইভাবে
পাল্টেছে শুধু আশেপাশের দোকান আর বাড়িঘরগুলি।

আরও পড়ুন -  বিচ্ছেদ

তুই আমি একসাথে হয়ত হাঁটি না আজ আর
বেঁচে আছি কিন্তু একই আকাশের তলায়
পথটা একই থাকলেও হাঁটার সময়টা পাল্টেছে ।

বয়স বাড়ছে দুজনেরই চুলে ধরেছে পাক
বয়সের ভারে ভুলছি দুজনে অনেক কিছু
সত্যিই কি একই সাথে হাঁটার সময়টা ভুলেছি কেউ?

আরও পড়ুন -  Nepal: বৃষ্টি, বন্যা ও ভূমিধস, নিহত ৪৩, নেপালে

যে যার জীবনে হয়েছি হয়ত সুখী
সত্যি করে বলতো আমার মত তোর ও কি
নির্জনে আমার কথা মনে পড়ে না?