Theft: হাসপাতাল চত্বরের স্নানাগার থেকে ফের চুরি, মালদা মেডিকেল কলেজ হাসপাতাল

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদাঃ   ফের চুরির ঘটনা ঘটলো মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের স্নানাগার থেকে। হাসপাতালে চিকিৎসাধীন এক প্রসূতির মায়ের সোমবার দুপুরে সাড়ে সাতশো টাকাসহ ব্যাগ হাসপাতালে ঢোকার গেট পাস চুরি হয়ে যায়। এই ঘটনায় বিপাকে পড়েছেন মালদার সামসির পারাকরম গ্রামের বাসিন্দা আনোয়ারি বিবি। জানা গিয়েছে, আনোয়ারির মেয়ে এই হাসপাতলে ভর্তি রয়েছে। দু’দিন আগে সে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। মেয়ের সঙ্গে হাসপাতালে রয়েছেন মা আনোয়ারি বিবি। সোমবার দুপুরে স্নানের জন্য হাসপাতাল চত্বরে স্নানাগারে গিয়েছিলেন আনোয়ারি। তাঁর অভিযোগ, জামাকাপড়, সাড়ে ৭০০ টাকা এবং হাসপাতালের গেটপাস একটি ব্যাগে রেখে তিনি স্নান করতে ঢোকেন। সে সময় সেখানে থাকা এক মহিলা ব্যাগ দেখে রাখার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু স্নান সেরে বেরিয়ে তিনি দেখেন ওই মহিলাও চম্পট সঙ্গে তার ব্যাগও উধাও।

আরও পড়ুন -  Municipal Elections: পৌরনির্বাচনের আগে, প্রায় দেড়শো জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন

এরপরই তিনি হইচই জুড়ে দেন। কিন্তু ব্যাগ এখনো উদ্ধার হয়নি। জানা গিয়েছে, দু’দিন আগে এই স্নানাগার থেকে বৈষ্ণবনগরের এক মহিলার চার হাজার টাকা এভাবেই চুরি যায়। একের পর এক এই ঘটনায় রোগীদের পরিবারদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

আরও পড়ুন -  Zoom: জুম প্রেসিডেন্ট গ্রেগ টম্ব, বরখাস্ত হলেন