Real Madrid: ২-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ

Published By: Khabar India Online | Published On:

লা লিগায় সেভিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এর ফলে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ সেভিয়া।

ম্যাচের শুরুতেই সুযোগ পায় রিয়াল। দানি কারভাহালের সৃষ্টি করা প্রথম সুযোগটা কাজে লাগাতে পারেননি ভিনিসিয়াস। তার ঠিক দুই মিনিট পরেই রাফা মিরের গোলে এগিয়ে যায় সেভিয়া। এরপর ৩২ মিনিটে করিম বেনজামা গোলে সমতায় ফেরে রিয়াল। কিন্তু বিরতির পর অবশ্য খেলা অনেকটাই ধীরগতির হয়ে পড়ে। ড্রয়ের দিকে এগোচ্ছিল খেলা। সেই ম্যাচেই শেষ দিকে ব্যবধান গড়ে দেন ভিনিসিয়াস। নির্ধারিত সময়ের ঠিক তিন মিনিট বাকি থাকতে তার গোলে ২-১ গোলে জিতে যায় রিয়াল।

আরও পড়ুন -  Abhika Malakar: কীভাবে ‘রাণী’ হয়ে উঠছেন অভিকা

বল দখলে দুই দলই ছিল প্রায় সমান-সমান। গোলের উদ্দেশে রিয়ালের ১৪ শটের ৪টি ছিল লক্ষ্যে। আর সেভিয়ার ১১ শটের ছয়টি লক্ষ্যে ছিল।