Crematorium: পথ দুর্ঘটনায় নিহত ১৭, শ্মশানে যাওয়ার পথে

Published By: Khabar India Online | Published On:

এক ব্যক্তির মৃতদেহ সৎকার করতে শ্মশানে যাওয়ার সময় যাত্রীবোঝাই ট্রাক দুর্ঘটনার কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ সংবাদমাধ্যম জি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, শনিবার রাত ২টার দিকে পশ্চিমবঙ্গের নদীয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠের কাছে মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন -  China: ২৭ জন নিহত চীনে, বাস দুর্ঘটনায়

দুই ভাষায় টুইট করে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের নদিয়ায় সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানিতে অত্যন্ত ব্যথিত। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’

মর্মান্তিক ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহতের কথা জানানো হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন নারী ও এক শিশু রয়েছে। নিহত ওই শিশুর বয়স ৬ বছর। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাকের চালকও নিহত হয়েছেন।

আরও পড়ুন -  United States: চলতি বছরের ২৪ দিনে ৩৮ গুলির ঘটনায় নিহত ৬৮, যুক্তরাষ্ট্রে