30 C
Kolkata
Thursday, April 25, 2024

Housing Distributed: 155 জন ধস কবলিতদের আবাসন বিতরণ করা হল, কন্যাপুরে ADDA অফিসে

Must Read

টুঙ্কা সাহা, আসানসোলঃ   কন্যাপুরে ADDA অফিসে শ্রীপুরের 155 জন ধস কবলিতদের আবাসন বিতরণ করা হল।

আসানসোলের কন্যাপুরে ADDA অফিসে শ্রীপুরের 155 জন ধস কবলিতদের আবাসন বিতরণ করা হল।

শনিবার আনুষ্ঠানিকভাবে ধস কবলিতদের আবাসনের চাবি তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন -  Bhojpuri: বাথরুমের ভিতরে আম্রপালির সঙ্গে রোমান্টিক হলেন নিরহুয়া, এই সব ভিডিও বাচ্চাদের সামনে দেখা যাবে না

এদিনের অনুষ্ঠানে আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক, ADDA এর চেয়ারম্যান তাপস ব্যানার্জি, পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন।জানা গিয়েছে বহু বছর আগে শ্রীপুরের ছাতিমডাঙা মৌজায় ধসের ঘটনা ঘটেছিলো।160 জনের বাড়ি খতিগ্রস্থ হয়েছিলো।

আরও পড়ুন -  Gambling: জুয়া খেলার প্রতিবাদ করায়, স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ

এরপর ADDA এর উদ্যোগে তাদের বাড়ি তৈরি করা হয়েছে।এর আগে রানিগঞ্জের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 5 জন ধস কবলিতদের হাতে আবাসনের চাবি তুলে দিয়েছিলেন।

এদিন বাকি 155 জন ধস কবলিতদের আবাসনের চাবি তুলে দেওয়া হয়েছে।এই প্রসঙ্গে আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক কি বলেছেন তা শুনুন।

Latest News

কথা দিয়েছিলো ফিরে আসবে!

কথা দিয়েছিলো ফিরে আসবে! সূর্য ডুবে গেল পশ্চিম আকাশে, তারা জ্বলে উঠেছে রাতের আকাশে। চাঁদের আলোয় ঝিকিমিকি করে পৃথিবী, কিন্তু তোমার অভাব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img