Dealers Protest: খাদ্য ও সরবরাহ অফিসে ডিলারদের বিক্ষোভ

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   দুয়ারে রেশন প্রকল্পে পরিকাঠামোর অভাবের অভিযোগ তুলে ভগৎ সিং মোড়ে খাদ্য ও সরবরাহ অফিসে ডিলারদের বিক্ষোভ।

দুয়ারে রেশন প্রকল্পে পরিকাঠামোর অভাবের অভিযোগ তুলে আসানসোলের ভগৎ সিং মোড়ে খাদ্য ও সরবরাহ অফিসের বিক্ষোভ দেখালো রেশন ডিলাররা।শুক্রবার এই বিক্ষোভ দেখানো হয়েছে।দীর্ঘক্ষণ ধরে এই বিখোভ দেখানো হয়েছে।এই প্রসঙ্গে রেশন ডিলাররা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দুয়ারে রেশন প্রকল্পে চালু করেছেন আমরা তার বিরোধিতা করছি না।কিন্তু এই দুয়ারে রেশন প্রকল্পে চালুর ক্ষেত্রে পরিকাঠামোর অভাব রয়েছে।এমনকি দুয়ারে রেশন প্রকল্পে পরীক্ষামূলক চালু করা হলেও সেই টাকা এখনও ডিলাররা পায়নি।তাই অবিলম্বে সেই টাকা দিতে হবে এবং পরিকাঠামোর উন্নয়ন করতে হবে।এদিন এই দাবিতেই এই বিক্ষোভ দেখানো হয়েছে।

আরও পড়ুন -  Liverpool-Chelsea: লিভারপুল-চেলসি, সমানে সমানেই টক্কর দিলো