Goat: ছাগল তারানোকে কেন্দ্র করে বেধড়ক মারধর

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদাঃ   ছাগল তারানোকে কেন্দ্র করে এক মহিলাসহ তিন জনকে বেধড়ক মারধরের অভিযোগ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা রোডসাইড এলাকায়। আক্রান্তরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন -  T20 World Cup: কে কত টাকা পেল? টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে

স্থানীয় সূত্রে জানা গেছে আক্রান্তরা হলো হৃদয় মন্ডল তার স্ত্রীর রুমা মন্ডল এবং তার ভাই বিপ্লব মন্ডল। অভিযোগে এদিন সকালে প্রতিবেশী জীবন মন্ডলের ছাগল তাদের বাড়িতে ঢুকে যায়। এ ঘটনায় কেউ বা কারা পারাই গুজব রটিয়ে দেয় হৃদয় মন্ডল জীবন মন্ডলের ছাগলটিকে মেরে ফেলেছে। এরপরই জীবন মন্ডল তার ছেলে মলয় মন্ডল সহ বেশ কয়েকজন তাদের বাড়িতে চড়াও হয়ে তাদের তিন জনকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার পর আক্রান্তদের নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন -  Occasion of Dhanteras: ধনতেরাস উপলক্ষ্যে আসানসোল শিল্পাঞ্চলে কেনা বেচায় মিশ্র প্রভাব