Subhashree Ganguly: শুভশ্রী’র বাবা স্কুলের মধ্যেই নিগ্রহের শিকার

Published By: Khabar India Online | Published On:

তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তীর শ্বশুর দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় হেনস্থার শিকার হলেন। তাকে রীতিমতো গালিগালাজ করে তাড়িয়ে দেওয়া হয় স্কুল থেকে।

জানা যায়, বর্ধমানের একটি স্কুলে স্যানিটাইজিং টানেল বসানোকে কেন্দ্র করে এই অশান্তির সূত্রপাত। শুভশ্রীর বাবাকে অশ্লীল ভাষায় আক্রমণ করেন বর্ধমানের ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মহম্মদ আলি ও তাঁর ভাইপো তৃণমূলের যুবনেতা নুরুল আলম। বন্দুক, লাঠি ও রড নিয়ে তাঁদের শাসানি দেওয়া হয় বলেও অভিযোগ করেন দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে, মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানানো হয়েছে।

আরও পড়ুন -  প্রচারের লড়াইয়ে মমতা-প্রিয়াঙ্কা, ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন

অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর মাসি থাকেন বিদেশে। নাম অনিতা গড়কড়ি। সম্প্রতি স্কুল খোলার নির্দেশ দিয়েছে সরকার। স্কুল খোলার পাশাপাশি অনেক নিয়ম লাগু হয়েছে। এই অবস্থায় শুভশ্রীর মাসি ঠিক করেন তিনি দুটি স্কুলে স্যানিটাইজিং টানেল বসাবেন এবং সমস্ত খরচ দেবেন। এই দ্বায়িত্ব দেন তিনি তার জামাইবাবুকে অর্থাৎ শুভশ্রীর বাবাকে। তাই তিনি বর্ধমানের দুটি স্কুলে গিয়ে কথা বলেন।

আরও পড়ুন -  Gold Price Today: পরিবর্তন সোনার দামে, কলকাতার বাজারদর কেমন?

বর্ধমান শহরের ৫ নম্বর ওয়ার্ডের দুবরাজদীঘি হাইস্কুল ও ৬ নম্বর ওয়ার্ডের রেলওয়ে বিদ্যাপীঠ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন শুভশ্রীর বাবা। সোমবার সকালে তিনি দুটি স্কুলের প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই এদিন শ্যালিকা ও কয়েকজনকে সঙ্গে নিয়ে যান স্কুলে। গিয়েই বচসা বাঁধে তৃণমূলের কর্মীদের সাথেই। প্রসঙ্গত, ওই নুরুল আলমের দাবী, নিজেদের কতৃত্ব ধরে রাখতেই নিজেদের নামে টানেল তৈরি করছেন। তার কথায়, ‘স্কুল পরিচালন সমিতিতে আলোচনা হলে স্যানিটাইজিং টানেলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরও পড়ুন -  Saayoni Ghosh: উত্তপ্ত ত্রিপুরা, আগরতলায় গ্রেফতার সায়নী ঘোষ