সুমিত ঘোষ, মালদা, ১৩ নভেম্বরঃ ১৬ নভেম্বর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
তারই প্রাক মুহূর্তে মালদা শহরের বেশ কিছু স্কুলের শুরু হয়েছে পরিচ্ছন্নতার কাজ। শনিবার মালদা শহরের পিরোজপুর এলাকার মালদা গার্লস হাইস্কুলে দেখা গেল বিভিন্ন ক্লাসরুম গুলি সেনিটাইজার করা হচ্ছে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। এছাড়াও স্কুল প্রাঙ্গণে বিভিন্ন জায়গায় ব্লিচিং পাউডার ছিটিয়ে আগাছা পরিষ্কার করে চলছে তৎপরতার সাথে পরিচ্ছন্নতার কাজ।
মালদা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা সুতপা চ্যাটার্জী জানিয়েছেন, ১৬ নভেম্বর থেকে স্কুল খোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার । সেই মোতাবেক স্কুলের বিভিন্ন ক্লাসরুম গুলি পরিষ্কার করার পাশাপাশি স্যানিটাইজার করা হচ্ছে । প্রতিটি ক্লাসরুমের টেবিল, চেয়ার, বেঞ্চ গুলিতেও স্যানিটাইজেশন করা হচ্ছে । স্কুল চত্বরে যত আগাছা রয়েছে সেগুলো সাফাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা সংক্রমনের মধ্যে পড়ুয়াদের কথা মাথায় রেখেই স্কুলের পরিছন্নতা দিকে কোনরকম ত্রুটি রাখা হচ্ছে না । সেই জন্যই এই ভাবেই স্কুল পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে।