Illegal Phencyclidine Smuggling: সবজি ও ফলের কাটুন সাজানো লরির মধ্যে বেআইনি ফেনসিডিল পাচার

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, পুরাতন মালদা, ১৩ নভেম্বরঃ   উত্তরপ্রদেশ থেকে সবজি ও ফলের কাটুন সাজানো লরির মধ্যে বেআইনি ফেনসিডিল পাচার করার পথে পুরাতন মালদা থানার পুলিশের হাতে ধরা পড়লো দুই মাদক কারবারি।

আরও পড়ুন -  "চাওয়া পাওয়া"

এই ঘটনায় উদ্ধার হয়েছে কুড়ি হাজার বোতল ফেন্সিডিল।

যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩৮ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে পুরাতন মালদা থানার নারায়নপুরের পোপড়া এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে পণ্যবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণ বেআইনি ওই ফেনসিডিলগুলি উদ্ধার করে পুলিশ । শনিবার মালদা আদালতের মাধ্যমে ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা।

আরও পড়ুন -  Campaign: বিজেপি প্রার্থী কাকলি ঘোষ, বাড়ি বাড়ি প্রচারে