Illegal Coal Trade: অবৈধ কয়লা কারবার নিয়ে যখন সি বি আই ও ইডির তৎপর, তারপরেও অবৈধ কয়লা কারবার বন্ধ হয়নি

Published By: Khabar India Online | Published On:

অবৈধ কয়লা আটক কুলটি থানার বড়ীরা এলাকা থেকে।  বন্ধ হয়নি অবৈধ কয়লা পাচার কারবার।

টুঙ্কা সাহা, আসানসোলঃ   অবৈধ কয়লা কারবার নিয়ে যখন সি বি আই ও ইডির তৎপর!

অভিযান একের পরে এক কয়লা পাচার কাণ্ডে ঘটনায় গ্রেফতার কিন্তু তাও এই অবৈধ কয়লা কারবার বন্ধ হয়নি!

আরও পড়ুন -  Switzerland: সুইজারল্যান্ডের প্রথম জয়

উঠছে প্রশ্ন!শুক্রুবার সকালে কুলটি থানার পুলিশের গোপনসূত্রে খবর পেয়ে বি -সী-সী-এলের দামাগড়িয়া খোলামুখ কয়লা খনির বড়ীরা এলাকা থেকে বেশ কয়েকটিঅবৈধ কয়লা বোঝাই সাইকেল ও মজুত থাকা অবৈধ কয়লা কুলটি থানার পুলিশ আটক করে বেশ কয়েক টন অবৈধ কয়লা আটক করা হয় একই সাথে কয়েকজন কে আটক করা হয় বলে

আরও পড়ুন -  টাটা গ্রুপ তৈরি করবে ভারতে আইফোন, সিদ্ধান্ত নিল সংস্থা

পুলিশ সূত্রে খবর!তবে প্রশ্ন একটাই অবৈধকয়লা কারবার যে চলছে তা যে বন্ধ হয়নি তা কিন্তু পুলিশের এই অভিযানে উঠে এলো উদ্ধার হওয়া কয়েকটন অবৈধকয়লা সহ বেশ কয়েকটি অবৈধ কয়লাবোঝাই সাইকেল আটক করে কুলটি থানার পুলিশের অভিযানে!এখন দেখার এই অভিযানের পর কি আবারো অবৈধ কয়লা পাচার বন্ধ হয় কিনা এটাই এখন দেখার!

আরও পড়ুন -  Driving Licence Rule: নতুন নিয়ম জারি করল কেন্দ্র, ড্রাইভিং লাইসেন্স নিয়ে