সত্যজিৎ চক্রবর্তী, কানাইপুর, হুগলীঃ হুগলী জেলার অন্তর্গত কানাইপুর গ্রামের দক্ষিণ অঞ্চলে গঙ্গা অ্যাকশন প্ল্যানের সূচনা হয় বেশ কয়েক বছর আগে।
এই প্রজেক্টটির টাকাও ধার্য করা হয়েছিল, তার প্রথম কিস্তির টাকা দেওয়াও হয়ে ছিল।
যে কনট্র্যাক্ট নিয়েছিল একজন নাম করা প্রতিবেশী সকলই হাতি নামে এক ডাকে চেনে।
কিন্তু কোন, অন্ধ হাতে এই প্রজেক্টের কাজ সপূর্ন হয়নি, সেই প্রশ্নই আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে।
এলাকার লোকের কাছে জানতে চাইলে ক্যামেরার মুখোমুখি হতে চায়নি। এটা বিশাল প্রজেক্ট, এখানে পার্ক, গঙ্গা জল এনে পানীয় জলের ব্যবস্থার কথাও শোনা গিয়েছে।
ইতিমধ্যে কয়েক কোটি টাকা খরচ হলেও তা এক প্রকার জলে গেল এমন ধারণা এলাকায় বসবাসকারী কথার মধ্যদিয়ে উঠে এসেছে। বর্তমানে এখানকার বিধায়ক কাঞ্চন মল্লিক এখন দেখা যাক এই সংবাদ প্রকাশের পর এলাকার বিধায়ক কি করে তার আশায় আছে স্থানীয় লোকজন।