টুঙ্কা সাহা, আসানসোলঃ ঐতিহ্যবাহী প্রাচীন মন্দির পশ্চিম বাংলা ও ঝাড়খন্ড সীমান্ত আসানসোলের অবস্থিত মা কল্যানেশ্বরী মন্দির!
এই মন্দিরে প্রতিদিন নিত্যপুজো ও সন্ধ্যা আরতি দিনের বেলাতে হলেও কিন্তু কালীপুজোর সন্ধ্যাআরতি হয় রাত্রে সাথে পূজো অর্চনা!
বহু আলোকিক ঘটনা ও গল্পগাঁথা রয়েছে এই মা কল্যানেস্বরী মন্দির ঘিরে!রাজা বল্লাল সেন আমলে কাপালিক দেবিদাসচট্টোপাধ্যায় সিদ্ধিলাব করেছিলেন!তবে মায়ের মন্দিরে বহু দূরদুরন্ত থেকে ভক্তরা আসে পূজো দিতে!এই মন্দির খুবই জাগ্রতো বলেই জানা যাই!এই মন্দিরের প্রধান পুরোহিত দিলীপ দেওঘরিয়া এই প্রাচীন মন্দির নিয়ে কি বলছেন শুনবো!