Cloth Distribution Camp: কালী পূজো উপলক্ষে বিশিষ্ট সমাজসেবী কালু ঘোষের উদ্যোগে এক বস্ত্র বিতরণ শিবির

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা:   কালী পূজো উপলক্ষে বিশিষ্ট সমাজসেবী কালু ঘোষের উদ্যোগে এক বস্ত্র বিতরণ শিবিরের আয়োজন করা হল পিয়াসবাড়ি রামকেলি ধামে।

উপস্থিত ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল, বিশিষ্ট সমাজসেবী কালু ঘোষ, সুনীল ঘোষ সহ অন্যান্যরা বিশিষ্টজনেরা। জানা যায় এদিন পাঁচ শতাধিক দুঃস্থ মানুষদের কালী পূজা উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এই বিষয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের মালদা জেলা সভাপতি শুভদীপ সান্যাল জানান, কালী পূজা এবং দীপাবলি পুণ্য তিথিতে কালু ঘোষের এই উদ্যোগটি সত্যি প্রশংসনীয়।

আরও পড়ুন -  IPL 2023: প্রায় ২০ গজ পিছনে দৌড়ে অবিশ্বাস ক্যাচ ধরলেন ড্রাইভ দিয়ে মার্করাম, ভিডিও দেখুন